গত ১৫ সেপ্টেম্বর ২০২১ (বুধবার) Energy Efficiency and Conservation Promotion Financing Project (EECPFP) এর উদ্দোগে চট্টগ্রামের আনোয়ারা অবস্থিত শুন শিং সিমেন্ট ফ্যাক্টরির ২০ জন কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে উক্ত ফ্যাক্টরির কনফারেন্স রুমে “Energy Saving Potential and Environmental Challenges in Cement Sector”- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন (অতিরিক্ত সচিব), চেয়ারম্যান, স্রেডা। স্রেডার পরিচালক (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ) জনাব মোঃ রেজাউল হক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারে সিমেন্ট শিল্পে জ্বালানি দক্ষতা ও সংরক্ষণের বিভিন্ন বিষয়াদিসহ জ্বালানি সাশ্রয়ের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও এ পরিদর্শনে জ্বালানি নিরীক্ষা সম্পাদন করা হয় এবং কোম্পানি কর্তৃপক্ষকে জ্বালানি সাশ্রয় বিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয়।