প্রেস নোট
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), দেশে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতির মানমাত্রা এবং লেবেলিং এর জন্য "সরঞ্জাম ও যন্ত্রপাতি প্রমিতকরণ ও লেবেলিং প্রবিধানমালা" প্রস্তুত করেছে। উক্ত খসড়ার এর উপর বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের জন্য একটি কর্মশালা অদ্য ০৫ জানুয়ারী ২০২১ খ্রি: তারিখ সকাল ১১.০০-০১.০০ ঘটিকায় স্রেডার চন্দনা হল (৯ম ফ্লোর, আইইবি ভবন, রমনা ঢাকা) এ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূল খসড়া প্রবিধানমালা একটি উপস্থাপনার মাধ্যমে উপস্থাপন করেন জনাব তৌফিক রহমান, সহকারী পরিচালক (স্ট্যান্ডার্ড, টেস্টিং এন্ড লেবেলিং), স্রেডা। উক্ত কর্মশালায় বিদ্যুৎ বিভাগ, বানিজ্য মন্ত্রনালয়, শিল্প মন্ত্রণালয়, এনবিআর, বিএসটিআই, কঞ্জুমার এসোসিয়েশন এর সম্মানিত প্রতিনিধি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এ কর্মশালা থেকে প্রাপ্ত মতামত খসড়া প্রবিধানমালায় অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগে পাঠানো হবে বলে জানানো হয়। এ কর্মশালায় স্রেডায় চেয়ারম্যান জনাব আলাউদ্দিন (অতিরিক্ত সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।