Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০২০

সরকারী ভবন সমূহে এনার্জি অডিট পরিচালনার নিমিত্তে গৃহীত "Energy Efficiency in Public Buildings (EEPB) " শীর্ষক পাইলট প্রোগ্রামের Inception Workshop অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-11-01

সরকারী ভবন সমূহে জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ নিশ্চিতের লক্ষ্যে স্রেডা ও GIZ-এর যৌথ উদ্যোগে এনার্জি অডিট কার্যক্রম বাস্তবায়নের জন্য "Energy Efficiency in Public Buildings (EEPB)" শীর্ষক একটি পাইলট প্রোগ্রাম শুরু করা হয়েছে। উক্ত পাইলট প্রোগ্রামের একটি অনলাইন Inception Workshop গত ০১ নভেম্বর ২০২০ খ্রি: (রবিবার) সকাল ১০:৩০ ঘটিকা Mictosoft Team-এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। জনাব মোহাম্মদ আলাউদ্দিন, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), স্রেডা উক্ত অনলাইন Inception Workshop-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।