স্রেডা কর্তৃক অনুষ্ঠেয় ২য় জ্বালানি নিরীক্ষা সনদ পরীক্ষার প্রস্তুতির জন্য স্রেডা গত ১০ ডিসেম্বর ২০২১ তারিখ হতে ৭দিন ব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করছে। গত ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে স্রেডা, আইইবি ভবন, রমনা, ঢাকায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে চেয়ারম্যান, স্রেডা মহোদয়, সদস্য (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ), স্রেডা, পরিচালক (জ্বালানি নিরীক্ষা), স্রেডা, সহকারী পরিচালক, জ্বালানি নিরীক্ষা ও এক্রিডিটেশন উপস্থিত ছিলেন।