অদ্য ১৫/০৩/২০২১ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় স্রেডার TARERAP প্রকল্পের উদ্যোগে “Renewable Energy Development in Bangladesh” শীর্ষক একটি সেমিনার স্রেডার কনফারেন্স হল গোমতীতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্রের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন (অতিরিক্ত সচিব), চেয়ারম্যান, স্রেডা। এছাড়াও স্রেডার সদস্য বৃন্দ সহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেমিনারে সোলার বিষয়ে জনাব রাশেদুল আলম, সহকারি পরিচালক (সোলার) এবং বায়ুবিদ্যুৎ বিষয়ে জনাব মোঃ তানভীর মাসুদ, সহকারি পরিচালক (উইন্ড এন্ড আদার্স) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।