Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০২৩

জ্বালানি ব্যবস্থাপক সনদ প্রদানের লক্ষ্যে ৪র্থ ও শেষ ব্যাচের প্রশিক্ষণ আয়োজিত


প্রকাশন তারিখ : 2023-03-22

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২ এবং জ্বালানি নিরীক্ষা প্রবিধানমালা, ২০১৮ অনুযায়ী দেশের বিদ্যুৎ ও জ্বালানির বৃহৎ ব্যবহারকারী শিল্প-কলকারখানা ও বাণিজ্যিক স্থাপনায় জ্বালানির দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে নিয়মিত তদারকি/জ্বালানি ব্যবস্থাপনার জন্য যথাযথ যোগ্যতাসম্পন্ন জ্বালানি ব্যবস্থাপক (Energy Manager) তৈরি করা স্রেডার একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এ প্রেক্ষিতে, স্রেডা গত ১৯-২১ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত ৪র্থ ব্যাচের মোট ৩৫ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেছে। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশিক্ষকগণ এ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।