প্রেস নোট
জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ কার্যক্রম বৃদ্ধিতে অর্থায়ন প্রকল্প, স্রেডা
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ ২০৩০ সালে মধ্যে ২০% জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে। উক্ত লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে সুনিদিষ্ট কর্মকৌশল ভিত্তিক জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ সংক্রান্ত মাস্টার প্ল্যান আপটু ২০৩০ প্রণয়ন করা হয়েছে। উক্ত মাস্টার প্ল্যান এর উল্লেখিত কার্যক্রমসমূহের সুষ্ঠু বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে “জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্প” এর কার্যক্রম শুরু করা হয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানায় জ্বালানি দক্ষ যন্ত্রপাতি স্থাপনে স্বল্প সুদে (৪%) ঋণ প্রদান করা হচ্ছে। এমতাবস্থায়, টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পে স্থাপিত বিভিন্ন জ্বালানি দক্ষ যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কিভাবে শিল্প কারখানা সমূহ অধিক লাভজনক ও পরিবেশবান্ধব উপায়ে পরিচালিত হতে পারে সে বিষয়টি অবহিত করার লক্ষ্যে “জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্প” এর আওতায় টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পে কর্মরত প্রকৌশলীদের জন্য গত ০৬ জানুয়ারী ২০২১ এশিয়া কম্পোজিট মিলস লিমিটেড এ ০১ (এক) দিন ব্যাপী প্রশিক্ষণ আয়োজিত হয়েছে । উক্ত প্রশিক্ষণে মোট ২৫ জন অংশগ্রহণকারীকে প্রকৌশলীগণ টেক্সটাইল এবং গার্মেন্টস সংশ্লিষ্ট বিভিন্ন জ্বালানি দক্ষ যন্ত্রপাতির টেকনিক্যাল বিষয়াদি সম্পর্কে বিস্তারিত ও সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়েছে। এ প্রশিক্ষণ টেক্সটাইল এবং গার্মেন্টস সংশ্লিষ্ট বিভিন্ন জ্বালানি দক্ষ যন্ত্রপাতির সুষ্ঠু পরিচালন ও মেরামতে সহায়ক হবে এবং ক্রয়ের ক্ষেত্রে জ্বালানি দক্ষ যন্ত্রপাতির গুরুত্বপূর্ন ফিচার সম্পর্কে সুস্পষ্ট ধারনা পেতে সহায়ক হবে। প্রশিক্ষক হিসাবে স্রেডার পরামর্শক জনাব মারি আইওয়াটা, জনাব মোঃ রেজাউল হক, প্রকল্প পরিচালক, ইইসিপিএফপি, জনাব আলী বকর, উপ- প্রকল্প পরিচালক ও জনাব তৌফিক রহমান, সহকারী প্রকল্প পরিচালক (টেকনিক্যাল) উপস্থিত ছিলেন।
চিত্র ১- প্রশিক্ষণ সেশনের স্থিরচিত্র
চিত্র ১- প্রশিক্ষণ ম্যাটেরিয়াল হস্তান্তর