Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২১

COP-26 Outcome and its Implication on Sustainable and Renewable Energy' শীর্ষক কর্মশালা আয়োজিত


প্রকাশন তারিখ : 2021-11-22

COP-26 Outcome and its Implication on Sustainable and Renewable Energy' শীর্ষক  কর্মশালা ২১ নভেম্বর, ২০২১ তারিখে স্রেডা’য় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো: হাবিবুর রহমান। ওয়ার্কশপে সভাপতিত্ব করছেন চেয়ারম্যান, স্রেডা জনাব মোহাম্মদ আলাউদ্দিন।

 

কর্মশালা বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও সিনিয়র সাংবাদিকগণ এবং স্রেডা’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ফজলে রাব্বি সাদেক আহমেদ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো: হাবিবুর রহমান। আশা করেন কপ-২৬ পরবর্তী এ ধরনের কর্মশালা আয়োজন  সময়পযোগি ও বাংলাদেশে  নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে COP-26 পরবর্তী প্রস্তুতি ও কার্যক্রম বিষয়ে কর্মশালার সকলের বস্তুনিষ্ট মতামত তাৎপর্যপূর্নভূমিকা পালন করবে মর্মে জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।