টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডা নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নের ধারা অবধারিত রাখতে বদ্ধ পরিকর। নবায়নযোগ্য জ্বালানি খাতের কার্যক্রমের উন্নয়ন পরিদর্শনের অংশ হিসেবে গত ৯ জুন ২০২২ তারিখে স্রেডার নবাগত চেয়ারম্যান মিজ মুনিরা সুলতানা এনডিসি কক্সবাজারের খুরুসকুলে বাস্তবায়নাধীন ৬৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থান পরিদর্শন করেছেন। এছাড়াও স্রেডার আওতায় বাস্তবায়নাধীন পেকুয়া, কক্সবাজারে স্থাপিত উইন্ড রিসোর্স ম্যাপিং প্রকল্প পরিদর্শন করেছেন। এ প্রকল্প হতে প্রাপ্ত তথ্য পরবর্তীতে বিনিয়োগ প্রকল্প গ্রহণে সহায়ক হবে। এ পরিদর্শনের সময় জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, সদস্য (যুগ্মসচিব), নবায়নযোগ্য জ্বালানি, স্রেডা; জনাব তৌফিক রহমান, সহকারী পরিচালক (স্ট্যান্ডার্ডস এন্ড লেবেলিং), স্রেডাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চিত্র- খুরুসকুল, কক্সবাজার
চিত্র- পেকুয়া, কক্সবাজার