Wellcome to National Portal
  • 2020-06-03-10-17-e8eae88dd909f194950df441f4041797
  • 2020-06-03-10-18-6d8a77d890bbedeb2b4de715f291e832
  • 2020-06-03-10-19-ab56fd26726c44abd0a11838db6cc767
  • 2020-06-03-10-23-9b8a3a72202bd1f71602abfade408811
  • 2020-06-03-10-24-c6356e6110d97653187b37cc7a13b763
  • 2020-06-03-10-26-b0e8cc9f5fddc30bb70b0bb88e7c0986
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২২

নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার সিস্টেম স্থাপন বিষয়ে রংপুর বিভাগের নেসকো-এর কর্মকর্তাগণের জন্য আয়োজিত প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2022-09-21

 

সংবাদ বিজ্ঞপ্তি

 

নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার সিস্টেম স্থাপন বিষয়ে রংপুর বিভাগের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)-এর কর্মকর্তাগণের জন্য গত ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ৮.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সরকার প্রণীত নেট মিটারিং নির্দেশিকা-২০১৮ অনুসরণে গ্রিড-টাইড সোলার সিস্টেম স্থাপনে বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির সক্রিয় ভূমিকা রয়েছে। বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির কর্মকর্তাগণ এ বিষয়ে ভালোভাবে অবহিত হলে দ্রুতই উল্লেখযোগ্য ক্যাপাসিটির রুফটপ সোলার সিস্টেম দেশে স্থাপিত হবে এবং নবায়নযোগ্য জ্বালানির শেয়ার বাড়বে। উক্ত প্রশিক্ষণে জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, সদস্য (যুগ্মসচিব), নবায়নযোগ্য জ্বালানি, স্রেডা একটি সেশন পরিচালনা করেন। বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির কর্মকর্তা/কর্মচারীগণের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রশিক্ষণ শেষে একটি রুফটপ সোলার সিস্টেম পরিদর্শন করা হয়। 

 

2022-10-19-09-56-3cb91adbda6dd37187d4ce389acceba4

 

2022-10-19-09-56-ce8c4a4934ba406f0bb6ca427a4bc083