সংবাদ বিজ্ঞপ্তি
নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার সিস্টেম স্থাপন বিষয়ে রংপুর বিভাগের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)-এর কর্মকর্তাগণের জন্য গত ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ৮.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সরকার প্রণীত নেট মিটারিং নির্দেশিকা-২০১৮ অনুসরণে গ্রিড-টাইড সোলার সিস্টেম স্থাপনে বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির সক্রিয় ভূমিকা রয়েছে। বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির কর্মকর্তাগণ এ বিষয়ে ভালোভাবে অবহিত হলে দ্রুতই উল্লেখযোগ্য ক্যাপাসিটির রুফটপ সোলার সিস্টেম দেশে স্থাপিত হবে এবং নবায়নযোগ্য জ্বালানির শেয়ার বাড়বে। উক্ত প্রশিক্ষণে জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, সদস্য (যুগ্মসচিব), নবায়নযোগ্য জ্বালানি, স্রেডা একটি সেশন পরিচালনা করেন। বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির কর্মকর্তা/কর্মচারীগণের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রশিক্ষণ শেষে একটি রুফটপ সোলার সিস্টেম পরিদর্শন করা হয়।