গত ১৪- ১৬ জুন, ২০২২ খ্রি: তারিখে স্রেডার আওতাধীন ‘নবায়নযোগ্য জ্বালানির রিসোর্স এ্যাসেসমেন্ট ও পাইলটিং বিষয়ক কারিগরি সহায়তা’ প্রকল্প কর্তৃক আয়োজিত “Wind Power Project in Bangladesh Policy and Challenges” এবং “Stakeholder Training on Rooftop Solar System” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সিক্স সিজনস হোটেল, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হয়। জনাব মুনীরা সুলতানা, এনডিসি চেয়ারম্যান (গ্রেড-১), স্রেডার সদয় উপস্থিতিতে বর্ণিত প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জনাব ফারজানা মমতাজ, সদস্য (অতিরিক্ত সচিব), জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ, স্রেডা; মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, সদস্য (যুগ্মসচিব), নবায়নযোগ্য জ্বালানি, স্রেডা'সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চিত্রঃ ১
চিত্রঃ ২
চিত্রঃ ৩
চিত্রঃ ৪
চিত্রঃ ৫
চিত্রঃ ৬
চিত্রঃ ৭