গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ
বিদ্যুৎ বিভাগ
আইইবি ভবন (১০ম ও ১১তম তলা), রমনা, ঢাকা
www.sreda.gov.bd
নম্বর ২৭.০২.০০০০.০১০.১১.০০১.১৮- |
তারিখ: ১৪ মার্চ ২০২৪ |
বিজ্ঞপ্তি
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)’র সহকারী পরিচালক (উইন্ড এন্ড আদার্স) পদে সুপারিশকৃত প্রার্থীর তথ্য নিম্নরূপ:
প্রার্থীর নাম |
পিতার নাম |
রোল নম্বর |
নিজ জেলা |
সাকিব হোসেন |
মো: কামাল হোসেন |
১১০০০২৩ |
ঝিনাইদহ |
২. নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থী কর্তৃপক্ষের মনোনীত চিকিৎসক কর্তৃক ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষায় এবং পূর্ব কার্যকলাপ যথাযোগ্য এজেন্সির মাধ্যমে প্রতিপাদনে উপযুক্ত মর্মে বিবেচিত হলে চূড়ান্তভাবে নিয়োগাদেশ প্রদান করা হবে।
|
স্বা-/ (ড. জিয়াউদ্দিন আহমেদ) উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) ফোন: +৮৮০২-৫৫১১০৩৩৯ ইমেইল: dd.admin@sreda.gov.bd |