Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মার্চ ২০২১

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সংক্রান্ত পোস্টার ডিজাইন প্রতিযোগিতা


প্রকাশন তারিখ : 2021-03-02

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন (জিআইজেড) এর সহায়তায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সংক্রান্ত একটি পোস্টার ডিজাইন প্রতিযোগিতার (প্রতিযোগিতার লিংক) আয়োজন করেছে।

আমরা এমন একটি পোস্টারের ডিজাইন আহবান করছি, যা নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে নকশায় তুলে আনবে:

• জ্বালানি ও সময় সাশ্রয়ের জন্য পরিবেশবান্ধব পরিচ্ছন্ন চুলা, জ্বালানি এবং রান্না সহায়ক সামগ্রী
• পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রান্না
• জ্বালানি সাশ্রয়ী কুকিং অ্যাক্সেসরিজ (প্রেশার কুকার, রিটেইনড হিট কুকার ইত্যাদি)
• দৈনন্দিন জীবনে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার

প্রথাগতভাবে নারীরা বাড়িতে এবং রান্না-সংশ্লিষ্ট কাজে বেশি সময় ব্যয় করেন। এতে বাড়ির নারী ও শিশুরা প্রথাগত চুলা থেকে সৃষ্ট ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হন। পরিচ্ছন্ন চুলা ও জ্বালানি এবং রান্না সহায়ক সামগ্রী ক্রয় বিষয়ক সিদ্ধান্তের ক্ষেত্রে নারীর মতামতের গুরুত্ব দেয়া, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাত্যহিক জীবনে জ্বালানির দক্ষ ব্যবহার ইত্যাদি বিষয়গুলো পোস্টারের ডিজাইন তৈরিতে বিবেচনা করতে হবে।
আগামী ৮ মার্চ ২০২১ সালের মধ্যে আপনার পোস্টার jpg ফাইলটি পাঠিয়ে দিনঃ sreda.postercompetition@gmail.com ঠিকানায়।

ইমেইলে উল্লেখ করুন আপনার নাম, প্রতিষ্ঠান, ঠিকানা এবং মোবাইল নম্বর। ইমেইলটির বিষয় হিসেবে লিখুন Submission_sredapostercompetition.

ছাত্র ছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

নির্বাচিত তিনজন সেরা পোস্টার ডিজাইনারকে পুরষ্কৃত করা হবে এবং নির্বাচিত ডিজাইনসমূহ পরবর্তীতে জাতীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমে ব্যবহার করা হবে।