গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)
বিদ্যুৎ বিভাগ
আইইবি ভবন (লেভেল ৯ম-১০ম), রমনা, ঢাকা
www.sreda.gov.bd
প্রেস রিলিজ
অনলাইনে জ্বালানি সাশ্রয়ে স্কুলিং প্রোগ্রাম
০১-০৭-২০২০
দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও তার সঠিক ব্যবহার এবং জ্বালানি সাশ্রয়ে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে স্রেডার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ৩০ জুন ২০২০ তারিখ, মঙ্গলবার, বিকাল ০৪.০০ টায় স্রেডার সার্বিক ব্যবস্থাপনায় স্রেডার ফেসবুক পেজ fb.com/sreda.bd তে “জ্বালানি সাশ্রয়ী স্কুলিং প্রোগ্রাম” আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য এর মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বিষয়ক উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফেসবুকে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট, আইইউটি, এআইইউবি, এইউএসটি সহ ১৬ টি বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ নানা পেশার প্রায় ১১০০ মানুষ প্রোগ্রামটিতে অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সাশ্রয় বিষয়ে ধারনা লাভের পর অংশগ্রহণকারী সকল মানুষের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এবং মন্তব্য করেন। অনলাইনে আয়োজিত উপস্থিত বক্তৃতায় ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। এছাড়াও প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। উপস্থিত বক্তৃতা ও কুইজে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
প্রোগ্রামটি https://www.facebook.com/sreda.bd/videos/561231544561320/?v=561231544561320 এই লিঙ্কে পাওয়া যাবে।