গত ১৬ সেপ্টেম্বর ২০২১ হাইড্রোজেন ফুয়েল সেল ও সংশ্লিষ্ট গবেষণা পরিদর্শনের উদ্দেশ্যে বিসিআইআর এর আওতাধীন Hydrogen Energy Laboratory পরিদর্শন এ স্রেডার কর্তৃক পরিদর্শন করা হয়। উক্ত পরিদর্শনে অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন (অতিরিক্ত সচিব), চেয়ারম্যান, স্রেডা, মিজ ফারজানা মমতাজ, যুগ্ম সচিব ও সদস্য জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ, মোঃ রেজাউল হক, পরিচালক (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ) ও জনাব তৌফিক রহমান, সহকারী পরিচালক ( স্ট্যান্ডার্ডস এন্ড লেবেলিং)।