স্রেডা কর্তৃক Consultancy Services to revise “Renewable Energy Policy 2008” বিষয়ক Interim Report-এর উপর কর্মশালা গত ১৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রি: তারিখে সকাল ১০.০০ ঘটিকায় স্রেডা’র মাল্টিপারপাস হল রুম গোমতী (আইইবি ভবন, লেভেল-৯, রমনা, ঢাকা-১০০০)-তে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুনীরা সুলতানা, এনডিসি, চেয়ারম্যান (গ্রেড-১), স্রেডা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম মোস্তফা, সদস্য (অতিরিক্ত সচিব), প্রশাসন, স্রেডা। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, সদস্য (যুগ্মসচিব), নবায়নযোগ্য জ্বালানি, স্রেডা। বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিতরণ ইউটিলিটি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, রিনিয়েবল এনার্জি এসোসিয়েশন’সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দের সুনির্দিষ্ট আলোচনা এবং মতবিনিময়ের মাধ্যমে উক্ত কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
চিত্রঃ ১
চিত্রঃ ২
চিত্রঃ ৩