সোলার পাওয়ার চালিত পানীয় জল বিতরন ব্যবস্থা গ্রাম এলাকায় বিশেষ করে লবনাক্ত প্রবণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে সক্ষম। নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে, পানি হতে আর্সেনিক, লবনাক্ততা ও অন্যান্য ময়লা আবর্জনা দূরীকরণে ফিলট্রেশন সিস্টেমসহ সোলার ড্রিংকিং সিস্টেম জনপ্রিয় করা যেতে পারে। সরকার ইতোমধ্যে এসইডি প্রকল্পের মাধ্যমে উপকূলীয় এলাকায় ১২০টি সোলার বেইজড ড্রিংকিং ওয়াটার সিস্টেম চালু করেছে। বাংলাদেশে উপকূলীয় ও উত্তরাঞ্চলীয় এলাকায় যেখানে নিরাপদ পানির খুবই সংকট, সেখানে এই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সাতক্ষীরায় সোলার পাওয়ার চালিত পানীয় জল বিতরন ব্যবস্থা