Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুন ২০২১

"Energy Management Guideline for Fire Tube Boiler" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-06-22

প্রেস নোট

 

সীমিত জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ সরকার জ্বালানির উৎপাদন, সরবরাহ ও ব্যবহারিক পর্যায়ে আগামী ২০২১ সালের মধ্যে ১৫% ও আগামী ২০৩০ সালের মধ্যে ২০% জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা  নির্ধারণ করেছে। জ্বালানি সাশ্রয় ও জ্বালানি দক্ষতার বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, প্রনোদনা প্রদান ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে উক্ত লক্ষমাত্রা অর্জন করা সম্ভব। এরই অংশ হিসেবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) কর্তৃক শিল্প কলকারখানায় বহুল ব্যবহৃত ফায়ার টিউব বয়লারের জ্বালানি দক্ষ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য করণীয় বিষয়ে দিক নির্দেশনা লিপিবদ্ধ করে "Energy Management Guideline for Fire Tube Boiler" এর খসড়া প্রণয়ন করা হয়েছে। উক্ত খসড়ার উপর অংশীজনের মতামত গ্রহণের নিমিত্তে অদ্য ২২ জুন ২০২১ তারিখ সকাল ১১.০০টায় অনলাইন জুম প্লাটফরমে  স্রেডার জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্পের সহায়তায় একটি কর্মশালা আয়োজন করা হয়েছে।  এ কর্মশালায় শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/কোম্পানি, বিদ্যুৎ বিভাগ ও আওতাধীন দপ্তর/কোম্পানি, এসএমই ফাউন্ডেশনসহ প্রায় ৪০টি দপ্তর সংস্থা থেকে প্রতিনিধি অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), জনাব মোহাম্মদ আলাউদ্দিন। বিভিন্ন অংশীজনের অংশগ্রহনে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয় এবং সবাই "Energy Management Guideline for Fire Tube Boiler" এর সাফল্য কামনা করেন।