Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২১

নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্জন

বিগত পাঁচ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্জন: 

  • নবায়নযোগ্য জ্বালানি নির্ভর সিস্টেম স্থাপন ক্যাপাসিটি বৃদ্ধি;
  • ৬০ লক্ষের অধিক সোলার হোম সিস্টেম স্থাপন;
  • কৃষিকাজে ব্যবহারের জন্য ২৩০০ এর অধিক সোলার ইরিগেশন পাম্প স্থাপন;
  • ২৭ টি সোলার মিনিগ্রিড প্রকল্প বাস্তবায়ন;
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে ১০০০০ সোলার সিস্টেম বিতরণ এবং ৪২০০০ দরিদ্র মানুষকে বিদ্যুতায়নের আওতায় আনতে প্রকল্প গ্রহণ;
  • নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক তথ্য হালনাগাদকরণের জন্য কেন্দ্রীয় ডাটাবেইস চালুকরণ;
  • ৪০০ মেগাওয়াটের অধিক ইউটিলিটি স্কেল সোলার পার্ক প্রকল্পের PPA স্বাক্ষর;
  • ২৪৫ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে;
  • রুফটপ সোলারের প্রসারের উদ্দেশ্যে “নেট মিটারিং নির্দেশিকা-২০১৮” প্রণয়ন;
  • সোলার ইরিগেশন পাম্পের অব্যবহৃত বিদ্যুৎ রপ্তানির সুযোগ প্রদানে “সোলার ইরিগেশন পাম্পের গ্রিড ইন্টিগ্রেশন নির্দেশিকা-২০২০” প্রণয়ন;
  • ন্যাশনাল সোলার হেল্প ডেক্স চালুকরণ;
  • রুফটপ সোলার নেট মিটারিং ক্যালকুলেটর এবং ফাইন্যান্সিয়াল ব্রশিউর প্রকাশ
  • সোলার স্ট্রিট লাইটের টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রণয়ন এবং সংশোধন;
  • সৌর যন্ত্রাংশের বাংলাদেশ স্ট্যান্ডার্ড মানমাত্রা প্রকাশ;
  • সিডর, আইলা দূর্গত এলাকায় সুপেয় খাবার পানি সরবরাহের উদ্দেশ্যে সোলার ড্রিংকিং ওয়াটার সিস্টেম স্থাপন;
  • নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক উন্মুক্ত স্টেকহোল্ডার তালিকা প্রকাশ;
  • রুফটপ সোলারের প্রসারে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ইউটিলিটি, ইপিসি কোম্পানি ও সম্ভাব্য উদ্দোক্তা গ্রুপের সক্ষমতা বৃদ্ধি;
  • নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তিগত সিস্টেম ভিত্তিক অগ্রগতি দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন:
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি ডাটাবেইজ