Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০২২

জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ খাতে অর্জন

বিগত পাঁচ বছরে জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ খাতে অর্জন:

  • Energy Efficiency and Conservation Master Plan upto 2030 প্রণয়ন;
  • জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বিধিমালা ২০১৬ প্রণয়ন;
  • জ্বালানি নিরীক্ষা প্রবিধানমালা-২০১৮ প্রণয়ন;
  • সরকারি অফিস ভবনে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার সংক্রান্ত সমন্বিত গাইডলাইন প্রণয়ন;
  • ১৬ টি আবাসিক, বাণিজ্যিক ভবন ও শিল্প কলকারখানায় জ্বালানি নিরীক্ষা পরিচালনা;
  • ৪ টি রাষ্ট্র মালিকানাধীন শিল্প কলকারখানায় জ্বালানি নিরীক্ষা পরিচালনা;
  • ১৩টি পাবলিক বিল্ডিং এ জ্বালানি নিরীক্ষা পরিচালনা;
  • জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষার মাধ্যমে এ পর্যন্ত ০৯ জনকে জ্বালানি নিরীক্ষক সনদ প্রদান;
  • Energy Efficiency & Conservation Promotion Financing Project এর আওতায় জ্বালানি দক্ষ যন্ত্রপাতি ব্যবহারের জন্য শিল্প, ভবন ও আবাসিক খাতে স্বল্প সুদে (৪%) ঋণ প্রদান প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম শুরু। ২৩টি শিল্প কারখানায় ইতোমধ্যে এ ঋণ প্রদান করা হয়েছে।
  • জ্বালানি দক্ষ পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বাণিজ্যিক ব্যাংকসমূহের মাধ্যমে স্বল্প সুদে (৯%) রি-ফাইন্যান্সিং ব্যবস্থা চালুকরণ;
  • "Bangladesh National Building Code" এ জ্বালানি দক্ষতা ও সাশ্রয় বিষয়ক বিধান অন্তর্ভুক্তকরণ; 
  • “জ্বালানি সাশ্রয়ে সচেতনতামূলক স্কুলিং প্রোগ্রাম” চালুকরণ;
  • কলেজ ও বিশ্বদ্যিালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং সেমিনার/সিম্পোজিয়াম, মেলা ইত্যাদি আয়োজনের মাধ্যমে জ্বালানি সাশ্রয় সচেতনতা সৃষ্টি;
  • Country Action Plan for Clean Cook Stove প্রণয়ন ও বাস্তবায়ন;
  • বিভিন্ন ক্যাপটিভ পাওয়ার জেনারেশন সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তাগণের বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েষ্ট হিট রিকোভারী ও কো-জেনারেশন কার্যক্রম চালুকরণ;
  • উন্নত প্রযুক্তির চাল কল সম্প্রসারণে Improved Rice Parboiling System স্থাপন
  • “Building Energy Efficiency and Environment Rating (BEEER)” এর  খসড়া প্রস্তুতকরণ;
  • নবায়নযোগ্য জ্বালানি সম্পৃক্ত যন্ত্রপাতির মান নিয়ন্ত্রণের জন্য মানমাত্রা প্রণয়নের কাজ চলমান এবং এ লক্ষ্যে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রমিতকরণ ও লেবেলিং প্রবিধনমালা এর খসড়া প্রস্তুতকরণ।
  • বাংলাদেশে জ্বালানি দক্ষ পরিবেশ বান্ধব পরিবহন মাধ্যম হিসাবে ইলেক্ট্রিক যান EV সম্প্রসারণের ক্ষেত্রে ইলেক্ট্রিক যান চার্জিং পদ্ধতি, চার্জিং স্টেশন স্থাপন, চার্জিং স্ট্যান্ডার্ড, বৈদ্যুতিক সুরক্ষা স্ট্যান্ডার্ড, সার্ভিস চার্জ, ট্যারিফ কাঠামো, প্রচলিত বিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুৎ গ্রিডের সার্বিক অবস্থা ইত্যাদি বিবেচনায় নিয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) কর্তৃক Electric Vehicle Charging Guideline প্রস্তুত করা হয়েছে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon