Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০২২

জ্বালানি নিরীক্ষা

জ্বালানি সাশ্রয়, সংরক্ষণ ও জ্বালানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ কর্ম পন্থা নির্ধারণের জন্য স্রেডা ২০১৬ সালে Energy Efficiency & Conservation Master Plan up to 2030 প্রস্তুত করেছে। এ পরিকল্পনা অনুযায়ী উৎপাদন, সরবরাহ ও ব্যবহারিক পর্যায়ে জ্বালানি সাশ্রয়ী দক্ষ যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ব্যবহার এবং জ্বালানি ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে আগামী ২০২০ সালের মধ্যে ১৫% ও আগামী ২০৩০ সালের মধ্যে ২০% জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্ত আছে। এ লক্ষ্যমাত্রা অর্জিত হলে ২০৩০ সালের মধ্যে প্রায় ৭৮,০০০ মিলিয়ন ঘনমিটার গ্যাস সমতুল্য জ্বালানি সাশ্রয় হবে যা এলএনজি সহ অন্যান্য জ্বালানি আমদানিতে ব্যয় কমাবে। উক্ত মাস্টার প্ল্যান প্রণয়নের সময় লক্ষ্য করা যায় যে, দেশে আবাসিক, শিল্প ও বাণিজ্যিকখাতে যথাক্রমে প্রাথমিক জালানির প্রায় ৩১%, ৪৮% ও ৬% ব্যবহৃত হয়। প্রণীত মাস্টার প্ল্যানের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শিল্প ও বাণিজ্যিক খাতে জ্বালানির বৃহৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহে জ্বালানি সাশ্রয় নিশ্চিতকরণ খুবই জরুরী।

 

বাংলাদেশে শিল্প, বাণিজ্যিকখাতে জ্বালানি দক্ষতা ও সাশ্রয় নিশ্চিতকরণের জন্য ইতোমধ্যে স্রেডা জ্বালানি নিরীক্ষা প্রবিধানমালা-২০১৮ প্রণয়ন করেছে।  উক্ত প্রবিধানমালা অনুযায়ী জ্বালানির বৃহৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহকে Designated Consumer (DC) হিসেবে ঘোষণা করে এ প্রতিষ্ঠান সমূহে জ্বালানি দক্ষতা ও সাশ্রয় নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে ইউটিলিটি কোম্পানি সমূহ থেকে বিদ্যুৎ ও জালানির বৃহৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।  সরকারের এ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে স্রেডা কর্তৃক কিছু শিল্প কলকারখানা ও বাণিজ্যিক স্থাপনায় জ্বালানি নিরীক্ষা (Energy Audit) সম্পাদন করা হয়েছে।

 

স্রেডা জ্বালানি নিরীক্ষক ও জ্বালানি ব্যবস্থাপক তৈরির লক্ষ্যে জ্বালানি নিরীক্ষা সার্টিফিকেশন পরীক্ষা পরিচালনা করবে। এ লক্ষ্যে খসড়া সিলেবাস, কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। এছাড়াও জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের জন্য আলাদা প্রশিক্ষণ ইন্সটিটিউট ও জ্বালানি নিরীক্ষা সার্টিফিকেশন পরীক্ষা পরিচালনা করার জন্য পরীক্ষা কেন্দ্র নির্বাচনের কাজ চলমান রয়েছে।

 

স্রেডা জ্বালানি ব্যবস্থাপনা ও জ্বালানি নিরীক্ষা কার্যক্রম সম্বন্ধে সচেতনতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ভাবে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে। পাশাপাশি স্রেডা বিভিন্ন সহযোগী সংস্থার সহযোগিতায় পাইলট প্রকল্প হিসেবে দেশের বিভিন্ন শিল্প কল কারখানায় জ্বালানি নিরীক্ষা পরিচালনা করছে এবং জ্বালানি নিরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত সমূহ বিভিন্ন কর্মশালার মাধ্যমে জনসাধারণের মধ্যে উপস্থাপন করছে।  

 

ইতোমধ্যে স্রেডা নিজ উদ্যোগে ও বিভিন্ন সহযোগী সংস্থার সহযোগিতায় আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় এবং শিল্প কলকারখানায়  জ্বালানি নিরীক্ষা পরিচালনা করেছে।