Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০২১

সরকারী শিল্প প্রতিষ্ঠানসমূহে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে জ্বালানি নিরীক্ষা সম্পাদন


প্রকাশন তারিখ : 2021-01-31

প্রেস নোট

 

সরকারী শিল্প প্রতিষ্ঠানসমূহে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে জ্বালানি নিরীক্ষা সম্পাদন

জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ কার্যক্রম বৃদ্ধিতে অর্থায়ন প্রকল্প, স্রেডা

 

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ ২০৩০ সালে মধ্যে ২০% জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে। উক্ত লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে সুনিদিষ্ট কর্মকৌশল ভিত্তিক জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ সংক্রান্ত মাস্টার প্ল্যান আপটু ২০৩০ প্রণয়ন করা হয়েছে। উক্ত মাস্টার প্ল্যান এর উল্লেখিত কার্যক্রমসমূহের সুষ্ঠু বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে “জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্প” এর কার্যক্রম শুরু করা হয়েছে।

 

এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানায় জ্বালানি দক্ষ যন্ত্রপাতি স্থাপনে স্বল্প সুদে (৪%) ঋণ প্রদান করা হচ্ছে। এমতাবস্থায়,  সরকারী শিল্প প্রতিষ্ঠানসমূহে স্থাপিত বিভিন্ন জ্বালানি দক্ষ যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কিভাবে শিল্প কারখানা সমূহ অধিক লাভজনক ও পরিবেশবান্ধব উপায়ে পরিচালিত হতে পারে সে বিষয়টি অবহিত করা এবং জ্বালানি নিরীক্ষা সম্পাদনের লক্ষ্যে “জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্প” এর আওতায় গত ১৬ জানুয়ারী ২০২১ বিআইএসএফ (বিসিআইসি), ১৭ জানুয়ারী ২০২১ Eastern Cables(বিএসইসি), ১৮ জানুয়ারী ২০২১ DAP Fertilizer Company Limited (বিসিআইসি), ১৯ জানুয়ারী ২০২১ Eastern Tube, (বিএসইসি) এ জ্বালানি নিরীক্ষা সম্পাদন করা হয়। এছাড়াও এসকল শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয় ও জ্বালানি নিরীক্ষা বিষয়ে ০১ (এক) দিন ব্যাপী প্রশিক্ষণ আয়োজিত  হয়। উক্ত প্রশিক্ষণে এসকল প্রতিষ্ঠানের প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন এবং তাদেরকে সংশ্লিষ্ট বিভিন্ন জ্বালানি দক্ষ যন্ত্রপাতির টেকনিক্যাল বিষয়াদি সম্পর্কে বিস্তারিত ও সুস্পষ্ট ধারণা প্রদান করা। এ প্রশিক্ষণ সংশ্লিষ্ট যন্ত্রপাতির সুষ্ঠু পরিচালন ও মেরামতে সহায়ক এবং ক্রয়ের ক্ষেত্রে জ্বালানি দক্ষ যন্ত্রপাতির গুরুত্বপূর্ন ফিচার সম্পর্কে সুস্পষ্ট ধারনা পেতে  সহায়ক হবে বলে আশা করা যায়। প্রশিক্ষক ও পরিদর্শনকারী হিসাবে স্রেডার পরামর্শক ও টিম লিডার ইয়সিকো কাতো, মিজ ফারজানা মমতাজ, সদস্য, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ, স্রেডা, জনাব মোঃ রেজাউল হক, প্রকল্প পরিচালক, ইইসিপিএফপি, জনাব আলী বকর, উপ- প্রকল্প পরিচালক ও জনাব তৌফিক রহমান, সহকারী প্রকল্প পরিচালক (টেকনিক্যাল), জনাব পারভেজুল ইসলাম, সহকারী পরিচালক,জ্বালানি দক্ষতা এবং জনাব আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক , জ্বালানি নিরীক্ষা ও এক্রিডিটেশন, স্রেডা উপস্থিত ছিলেন।

Picture: BISF

Picture: Eastern Cables Ltd. 

Picture: Eastern Tubes Ltd

Picture: DAP Fertilizer Company Ltd