Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন


প্রকাশন তারিখ : 2021-08-16

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)'য়  ১৫ আগস্ট, ২০২১ তারিখ সকাল ১১.০০ টায় আলোচনা সভা এবং দোয়া মাহাফিল এর আয়োজন করা হয়। অত্যন্ত ভাবগাম্ভীর্য্যপূর্ণ এবং শোকাবহ পরিবেশে আলোচনা সভায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে মহান এ নেতার অবদান বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী শহীদগণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

উক্ত আলোচনা সভায় মূল প্রবন্ধ "Bangabandhu's Vision and Bangladesh's Journey Towards Energy Sustainability" শীর্ষক প্রবন্ধ  উপস্থাপন করেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন, চেয়ারম্যান, স্রেডা মহোদয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহাফিলে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো: হাবিবুর রহমান এবং  বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এর চেয়ারম্যান ও সরকারের সচিব জনাব সত্যজিত কর্মকার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সভায় সভাপতিত্ব করেন স্রেডা'র সদস্য (অতিরিক্ত সচিব) জনাব আনিস মাহমুদ।