Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০২৪

‘Promotion of Net Metered Rooftop Solar on the Premises of Universities’ শীর্ষক কর্মশালা


প্রকাশন তারিখ : 2024-03-14

প্রকাশের তারিখ : 2024-03-05

আজ ০৫ মার্চ ২০২৪ স্রেডার মাল্টিপারপাস হল গোমতী (আইইবি ভবন, লেভেল-৯, রমনা, ঢাকা-১০০০)-তে দিনব্যাপী ‘Promotion of Net Metered Rooftop Solar on the Premises of Universities’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ মুনীরা সুলতানা, এনডিসি, চেয়ারম্যান (গ্রেড-১), স্রেডা; প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসাইন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব খোন্দকার মোঃ আব্দুল হাই,পিএইচডি, সদস্য (নবায়নযোগ্য জ্বালানি), স্রেডা। এছাড়া USAID থেকে উপস্থিত ছিলেন, জনাব সায়ান সাফি, Energy Team Leader, USAID, Bangladesh এবং Mr. Abdelkader Ed Elrahal, চিফ অব পার্টি, BADGE Project, USAID।  

 

দেশের সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। সরকারী বিশ্ববিদ্যালয় ৫৫টি এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় ১৫টি’সহ মোট ৭০টি বিশ্ববিদ্যালয়-এর প্রতিনিধিগণকে নিয়ে কর্মশালাটি আয়োজন করা হয়েছে। কর্মশালাটির মাধ্যমে নেট মিটারিং রুফটপ সোলার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। দেশে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের ক্ষেত্রে রুফটপ সোলার একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহের ছাদে অনেক ফাঁকা জায়গা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করলে গ্রিড বিদ্যুতের চেয়ে অনেক কম মূল্যে সৌর বিদ্যুৎ ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। ইতিমধ্যে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) কর্তৃক ওপেক্স মডেলের আওতায় ১ মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।  

 

উক্ত অনুষ্ঠানে “Promotion of Net Metering Rooftop Solar on the Premises of University in Bangladesh” বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন Prof. Dr. Ziaur Rahman Khan, Professor, EEE, BUET; “Business Case of Net Metered Rooftop Solar in Bangladesh” বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন Md. Abu Bakar Siddiq, Director of Advanced Energy Technologies, Bangladesh Advancing Development and Growth through Energy (BADGE); “OPEX bidding: A Viable Solution in Bangladesh” বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন Md. Mizanur Rahman, Executive Engineer, Jashore University of Science and Technology (JUST) এবং “Experience Sharing of a Successful Business Case: A total of 40 MWp Net Metered Rooftop Solar at the Korean Export Processing Zone (KEPZ), Chattogram” বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন Md Shahjahan, Managing Director, KEPZ, Chattogram।

 

বিশ্ববিদ্যালয়গুলোতে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার স্থাপনের সম্ভাবনা যাচাইয়ের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত আলোচনা এবং সার্বিক অংশগ্রহণের মাধ্যমে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।    

   চিত্র: কর্মশালায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ, প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন

 

                                                     চিত্র: কর্মশালায় চেয়ারম্যান, স্রেডা বক্তব্য প্রদান করছেন

 

                                                                                    চিত্র: সভায় আগত অতিথিবৃন্দ

 

                                                                                     প্রোগ্রাম সিডিউল: